দুদকের মামলায় স্বাস্থ্যের ডিজি আজাদসহ ৬ জনের বিচার শুরু
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২২, ৩:২৯:২৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : লাইসেন্স নবায়নবিহীন রিজেন্ট হাসপাতালকে কোভিড হাসপাতাল ঘোষণা দেওয়া সংকান্ত দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ছয়জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। আজ রোববার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।
এর আগে গত ৬ জুন চার্জ শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন আসামির পক্ষে অব্যাহতির আবেদন করে শুনানি করেন আইনজীবীরা। পরে শুনানি পিছিয়ে ১২ জুন আদেশের জন্য রাখা হয়।
সেদিন শুনানিকালে এ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম দাবি করেছেন, শুধু স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হিসেবে নয়, সারা জীবনে তিনি কোনো অপরাধ করেননি।
মামলার অপর পাঁচ আসামি হলেন- রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।
আসামিদের মধ্যে সাহেদ কারাগারে আছেন। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আবুল কালাম আজাদসহ পাঁচ আসামি আদালতে হাজিরা দেন।
গত বছর আবুল কালাম আজাদসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
চার্জশিটে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, সমঝোতা স্মারক স্বাক্ষর ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার অভিযোগ আনা হয়েছে। যেখান থেকে তারা অবৈধ পারিতোষিক বাবদ রোগী প্রতি ৩,৫০০ টাকা হিসেবে মোট এক কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা গ্রহণ করেন।