এফআইভিডিবিতে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি চালু
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২২, ৭:২৩:৫১ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের মানবসম্পদকে কাজে লাগানো গেলে সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। তাই, দেশের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি শনিবার সন্ধ্যায় শহরতলীর খাদিমনগরে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) আয়োজিত শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বেসরকারি এই সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২১, যেহীন আহমদ শিক্ষা পুরস্কার ও এফআইভিডিবি শিক্ষাবৃত্তির ৩৪ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এফআইভিডিবি পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সাফওয়ান চৌধুরীর সভাপতিত্বে যেহীন আহমদ মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, এফআইভিডিবি পরিচালনা পর্ষদের সদস্য এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজী।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মরহুম যেহীন আহমদের স্মৃতি রক্ষার্থে ‘যেহীন আহমদ শিক্ষা পুরস্কার’ প্রবর্তন করা হয়েছে। সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর মেধাবি মেয়ে শিক্ষার্থীদের উৎসাহ দিতে ও শিক্ষা কার্যক্রম গতিশীল করতে এই বৃত্তি প্রদান করা হবে। এ বছর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে এসএসসি উত্তীর্ণ পাত্র সম্প্রদায়ের একজন মেধাবি শিক্ষার্থীকে এককালীন ২৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও এফআইভিডিবি’র মিডওয়াইফারি শিক্ষার্থীদের মধ্যে দুইজনকে শতভাগ, পাঁচজনকে ৫০ শতাংশ, পাঁচজনকে ৪০ শতাংশ এবং ২৩ জনকে ৩০ শতাংশ করে তিন বছরে ২০ লাখ ১০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন। ভবিষ্যতে এ বৃত্তির পরিমাণ আরো বাড়ানো হবে বলে জানান আয়োজকরা।