ইসলামী আন্দোলন কোতোয়ালী থানা শাখার সভা
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২২, ৭:২৫:০৩ অপরাহ্ন
আগামী ২৯ জুন সিলেট রেজিষ্ট্রারি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট কোতোয়ালী থানা শাখার উদ্যোগে এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯টায় আইএবি সুরমা মার্কেট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা সভাপতি এম মনির হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানের কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে মাসিক বৈঠক শুরু হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কোতোয়ালি থানা শাখার সহ সভাপতি মো. আনোয়ার হোসাইন, মো. জাহাঙ্গীর মিয়া, জয়েন্ট সেক্রেটারি মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ইয়াসিন আহমদ, সহ দপ্তর মো. জোবায়েল আহমদ, প্রচার সম্পাদক মো. শাহিদুল ইসলাম সাজুল, সহ-অর্থ সম্পাদক মো. গোলাপ মিয়াসহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি