বড়চক উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২২, ৭:৩৩:২০ অপরাহ্ন
সিলেট ৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন বাঙালি জাতি ইচ্ছা করলে সবই করতে পারে।
এমপি হাবিব শনিবার বিকালে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে বড়চক উচ্চ বিদ্যালয়ে ৮৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ও তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বড়চক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজমল খানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ জয়নাল খানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ভ‚মিদাতা মোঃ মাছুম আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নূরুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান, জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ, জালালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নেছারুল হক বুস্তান প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। বিজ্ঞপ্তি