কারামুক্ত এডভোকেট রাজুকে শ্রমিক কল্যাণের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২২, ৭:৩৯:৪৮ অপরাহ্ন
ষড়ন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবরণ শেষে মুক্ত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানার পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
ফেডারেশনের দক্ষিণ সুরমা থানা সভাপতি কফিল উদ্দিন আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিংকনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের ২ বারের কাউন্সিলার আবদুল জলিল নজরুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের দক্ষিণ সুরমা থানা সহ সভাপতি বেলাল আহমদ, জামায়াত নেতা কয়েছ আহমেদ কুটি, শ্রমিক নেতা জমির হোসাইন, আবু বকর সিদ্দিক, আখতার হোসাইন রাজু, জিতু মিয়া ও আব্দুল হক প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, সমাজ ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে দমন পীড়ন নতুন নয়। যুগে যুগে অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সত্যের সৈনিকদের জুলুম নিপীড়নের শিকার হতে হয়েছে। সকল জুলুম নির্যাতন উপেক্ষা করে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলন চালিয়ে যেতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে। বিজ্ঞপ্তি