সুনামগঞ্জে ৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২২, ৭:৪৯:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে উদ্যোগে শহরের ইপিআই ভবনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, আগামী ১৫ জুন হতে ১৯ জুন পর্যন্ত চার দিনব্যাপী প্রায় ৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ২২১৭টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। দুর্গম এলাকায় ক্যাম্পেইন পরবর্তী চার দিন শিশুদের অনুসন্ধান করে এ প্লাস ক্যাম্পেইন চলবে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল বেরুনী খানের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
সিভিল সার্জন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল বেরুনী খান বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল শিশুকে খাওয়ানো হবে।