পাঠানটুলা জামেয়া ছাত্রদের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২২, ৭:৫০:৪৫ অপরাহ্ন
ভারতে মহানবী মুহাম্মদ (সা:) ও আয়েশা সিদ্দিকা (রা:)-কে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার দুপুরে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটের সাধারণ ছাত্রদের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটের প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
ছাত্র প্রতিনিধি হাফিজ সৈয়দ কাওছার আহমদের সভাপতিত্বে ও সহকারী ছাত্র প্রতিনিধি শাহরিয়ার আজিজের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার প্রাক্তন ছাত্র প্রতিনিধি শরীফ মাহমুদ, জামেয়ার শিক্ষক মাওলানা খলিলুর রহমান, মাওলানা সাইফুর রহমান, হেলাল আহমদ, গিয়াস উদ্দিন, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মুখতার আহমদ, ছাত্রনেতা তাসনিম জায়েদ, ফাহাদুল হক, আব্দুর রহিম, জায়েদুল ইসলাম, হাফিজ আবুল মোহাইমিন নাঈম, শাকিল আহমদ, জাফর ইমরান ও হাফিজ মহসিন প্রমুখ।