ম.ম কলেজে সংবর্ধনা ও নবীন ক্যাডেট বরণ
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২২, ৭:৫২:০৭ অপরাহ্ন
৭ বিএনসিসি ব্যাটালিয়ান কমান্ডার ক্যাপ্টেন ড. তোফায়েল আহমদ বলেছেন, সফলতা অর্জনে দক্ষতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। সুশিক্ষা ও জ্ঞানের আলো ব্যতীত কোন সমাজ-সভ্যতার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হয়ে সুশিক্ষা অর্জন করে দেশ জাতির দায়িত্ব নেওয়ার লক্ষে এগিয়ে যেতে হবে।
ড. তোফায়েল আহমদ রোববার সকালে ম.ম কলেজের কম্পিউটার ল্যাবে মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুন ও বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এ মদন মোহন সরকারি কলেজের সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও নবীন ক্যাডেট বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মদন মোহন কলেজ সিলেটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলাম।
এক্স সিইউও আতিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমসি কলেজ প্লাটুনের কমান্ডার ২ লে. মোঃ হেলাল উদ্দিন, বিওয়াইসিএফ’র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শামীম আহমদ, সিলেট জেলা আহবায়ক মোঃ সারওয়ার আলম মিতুন, যুগ্ম আহবায়ক এনায়েত হোসাইন, আমজাদ হোসেন চৌধুরী ও মোঃ এহিয়া, যুগ্ম সদস্য সচিব কামরুল ইসলাম, সদস্য এমাদ আহমদ, মিলাদ হোসেন, মোঃ মুবিন, এক্স সিইউও এনাম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ক্যাডেট সার্জন শুভ চৌধুরী।
অনুষ্ঠানে বিওয়াইসিএফ’র পক্ষ থেকে সংবর্ধিত অতিথি লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও নতুন ক্যাডেটদের মধ্যে ইউনিফর্ম প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি