শিক্ষিকা নাজমা খানমের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২২, ৮:১৪:০২ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা নাজমা খানমের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। রোববার দুপুরে প্রতিষ্ঠানের বালিকা ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং প্রভাষক নাসিমা আক্তার ও কামরুন নাহার জেবিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী ও সাবেক ভাইস প্রিন্সিপাল মোহম্মাদ আব্দুস শাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহফুজা সিদ্দিকা। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ (বালক) সহ. অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, কলেজ ইনচার্জ (বালিকা) মোর্শেদা আক্তার, মাধ্যমিক শাখার ইনচার্জ (বালিকা) জাকিয়া ন‚রী চৌধুরী, সিনিয়র শিক্ষিকা মনাক্কা আক্তার চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী ডাঃ তানজিনা ও বর্তমান শিক্ষার্থী রাহা।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন প্রভাষক কামরুন নাহার জেবিন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করে ত্বোহা।
অনুষ্ঠানের শেষ দিকে বিদায়ী শিক্ষিকা নাজমা খানমকে শিক্ষক ও শিক্ষার্থীর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি