হবিগঞ্জে তক্ষক উদ্ধার করে বনাঞ্চলে অবমুক্ত
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২২, ৯:৩৫:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিলুপ্ত বনপ্রাণী তক্ষক উদ্ধার করেছে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বড়চর প্রাইমারী স্কুলের পাশের বাগানে অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্বেদেন শায়েস্তাগঞ্জে ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আব্দুল্লাহ আল নোমান।
তিনি জানান, উদ্ধার হওয়া তক্ষকটি বিলুপ্ত প্রায়। একটি চক্র বিলুপ্ত প্রায় তক্ষকটি সীমান্ত দিয়ে পাচারের জন্য অপেক্ষা করছিল। এজন্য তারা সেটিকে সংরক্ষণ করে রেখেছিল। তবে র্যাবের অভিযানে তক্ষকটি উদ্ধার করা হয়। পরে বিকেলে সেটিকে হবিগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করলে র্যাবের উপস্থিতিতে বন বিভাগের কর্মীরা তক্ষকটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।