কানাইঘাটে বিএনপির মিছিলে হামলায় জেলা বিএনপির নিন্দা
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২২, ৬:৫৫:৪১ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে তেল-গ্যাস সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কানাইঘাট উপজেলা বিএনপির মিছিলে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য মিছিল করেনি, মিছিল করেছে তেল-গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে। জনগণের ন্যায্য দাবী আদায়ের কর্মসূচীতে এমন বর্বর সন্ত্রাসী হামলা ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ। তারা সব সময়ই জনগণের ন্যায্য দাবীকে শক্তি দিয়ে থামিয়ে দিতে চায়। কিন্তু জনগণের ন্যায্য দাবী আদায়ের আন্দোলন থেকে বিএনপিকে সরিয়ে দিতে পারবে না।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, কানাইঘাট পৌর বিএনপি নেতা আসরাফ আহমদ, বিএনপি নেতা এখলাছুর রহমান, যুবদল নেতা খাইরুল ইসলাম, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, ছাইফুর রহমান ও ফাহিম আহমদসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এঘটনার সাথে জড়িত সন্ত্রাসীতে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সর্বস্তরের জনগণকে নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের মোকাবেলা করবে। বিজ্ঞপ্তি