দ্রবমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শান্তিগঞ্জে বিএনপির বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২২, ৮:১০:২৩ অপরাহ্ন
শান্তিগঞ্জ সংবাদদাতা :
তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং মুল্যহ্রাসের দাবিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি।
সোমবার বিকেলে উপজেলার পাগলা বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে পাগলা বাজার ব্রিজে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিএনপি নেতা কমর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির একাংশের সভাপতি আউয়াল উদ্দিন, বিএনপি নেতা আঃ লতিফ, আকবর আলী, মফজ্জুল হক, আঃ সোবহান, আবুল কাশেম, রাফিক মিয়া, মাহমদ আলী, আখতারুজ্জামান বাবুল, জেলা কৃষকদলের সদস্য ফারুক মিয়া, শামসুদ্দীন, জিয়াউল হক, মঞ্জুর আলম মালেক, জেলা যুবদলের সদস্য তুরান খাঁন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুম আহমদ, ছালিক আহমদ, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, মনসুর আলম রকি, যুবদল নেতা রুকন উদ্দিন, আলতা মিয়া, শাহিদ মিয়া, কবির, সুমন, হাবিব।