কানাইঘাটে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, অফিস ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২২, ৮:১৭:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাটে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা বিএনপি’র অফিস ভাঙচুর করে।
সোমবার দুপুরের দিকে কানাইঘাট বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দুপুর ১২ টার দিকে কানাইঘাট উপজেলা বিএনপি পূর্ব বাজারে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিএনপির মিছিলে হামলার চেষ্টা করলে বিএনপি নেতা-কর্মীরা লাঠি-সোটা নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বিকেলের দিকে ছাত্রলীগ নেতাকর্মী জড়ো হয়ে উপজেলা সদরে মিছিল করে। একপর্যায়ে মিছিলকারীরা কানাইঘাট পূর্ব বাজারের বিএনপির অফিস ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।