মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আল-কুরআন শিক্ষা পরিষদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২২, ৯:০৭:৪৯ অপরাহ্ন
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের দুইজন নেতা নূপুর শর্মা ও নাভিন জিন্দাল বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে আল-কুরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার সিলেট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শায়খুল ক্বোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মনজুর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শামসুল ইসলাম শরীফ, আল-কোরআন ও সুন্নাহ কেন্দ্রের সভাপতি ইয়াহইয়া আহমদ, সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাফিজ মঈনুল ইসলাম আশরাফি, গোয়াইনঘাট সংবাদের সম্পাদক মাওলানা আব্দুর রহীম, ইঞ্জিনিয়ার লোকমান আহমদ, ডাক্তার এনামুল হক এনাম, ব্যবসায়ী রুহুল আমীন, মাস্টার কবি নুরুল ইসলাম শিকদার, হাফিজ মাওলানা সহুল আহমদ, রায়হান আহমদ, মাওলানা ক্বারী রহমত আলী, আবুবকর প্রমূখ। বিজ্ঞপ্তি