আজ আষাঢ়ের প্রথম দিন: ভারী বৃষ্টিপাতের প্লাবনের শঙ্কা
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ২:১১:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ ১ আষাঢ়, বর্ষার প্রথম দিন। কবির ভাষায়-‘আষাঢ়স্য প্রথম দিবস’। এ মাসের মধ্য দিয়েই বাংলার প্রকৃতিতে আনুষ্ঠানিক সূচনা হয় বর্ষার। কিন্তু এবার ঘটেছে এর ব্যাতিক্রম। বর্ষা শুরুর আগেই বর্ষার রূপ দেখেছে মানুষ। বৈশাখের শুরু থেকেই সিলেটে চলছে বৃষ্টির রাজত্ব। জৈষ্ঠ্যের ৩য় সপ্তাহে কয়েকদিন বৃষ্টি বিরতি বিরতি নিলেও শেষ সপ্তাহ থেকে চলছে টানা বর্ষণ। এতে ফের বাড়ছে সিলেট-সুনামগঞ্জের নদীর পানি। দেখা দিয়েছে প্লাবনের শঙ্কা। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
সিলেট আবহওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, আগামী ১০ দিনের আবহাওয়া পূর্বাভাসে সিলেটে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৪-১৫ এবং ১৭-১৯ জুন ভারি বর্ষণ হতে পারে। জুন মাসের বাকিদিনগুলোতেও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় সিলেটে ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। অন্যদিকে, সুনামগঞ্জে রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চলের বেশ কয়েকটি নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এর মধ্যেই আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গেছে।
সিলেট ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃষ্টির সঙ্গে সুনামগঞ্জের উজানের মেঘালয় থেকে পাহাড়ি ঢলের কারণে জেলার সুরমা, যাদুকাটা ও পাটলাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পৌর শহরের কাছে সোমবার বেলা ৩টায় সুরমা নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া সুরমার ছাতক পয়েন্টেও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় পানি বাড়ছে। এ অবস্থায় আবারো সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
নদী, হাওর এবং খাল-বিলের পানি উপচে সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুরসহ বিভিন্ন উপজেলার বাড়ি-ঘরে পানি ঢুকেছে। সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। স্থানীয়রা বলছেন, ১৫ দিনের ব্যবধানে ফের বন্যার পানিতে সব তলিয়ে যাওয়ায় এখন পরিস্থিতি বেশ নাজুক হয়ে পড়েছে।
এদিকে, সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুরসহ নিম্নাঞ্চলেও বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নতুন করে আবার পানি বাড়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, জুন মাসজুড়ে সিলেটের পাশাপাশি সুনামগঞ্জে বৃষ্টি হবে। উজানে বৃষ্টিপাত কম হলেও সুনামগঞ্জে প্রতিদিন বৃষ্টিপাত হচ্ছে। এমনিতেই জেলার নদ-নদী ও হাওর পানিতে ভরপুর রয়েছে। এর ওপর ভারী বৃষ্টিপাতে আবারও বন্যা দেখা দেবে।