সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২২, ১০:০৩:৪৬ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গ্যাস, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের অস¦াভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিলেট সদর উপজেলা বিএনপি।
সোমবার সদর উপজেলার টুকেরবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার পয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ কে এম তারেক কালাম, উপজেলার সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, উপজেলা বিএনপি নেতা ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম, বাদশা আহমদ, জৈন উদ্দিন মেম্বার, এনাম মেম্বার, জাহেদ আহমদ, আব্দুল খালিক, ফারুক মিয়া, আকবর আলী, ফখর উদ্দীন, খবির আহমদ নুনু, ফরিদ আহমদ, আব্দুস সালাম, আঙ্গুর আলম, আফজল হোসেন, সামছুল ইসলাম ফয়সল, ছাইদুল ইসলাম, আখতারুজ্জামান, ইমাম উদ্দিন, তৈয়বুর রহমান, শফিক আলী, আব্দুস সালাম, বাবুল মিয়া, রুস্তুম আলী, সিরাজ মিয়া, জিএম কিবরিয়া, তারেক মনোয়ার, আব্দুল আজিজ, মুশাহিদুল ইসলাম, মারুফ আহমদ, ফজল রানা, ছয়দুল ইসলাম, আবুল হোসেন, মোঃ হিরা, সিবলি মিয়া, আবুল বাহার, সুজন, রাব্বি, আওলাদ হোসেন ও সাব্বির প্রমূখ। বিজ্ঞপ্তি