আরেক কনটেইনার ডিপোতে হঠাৎ ধোঁয়া
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ১২:৩৯:২৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : চট্টগ্রামে বেসরকারি কনটেইনার ডিপোতে থাকা কনটেইনারে ধোঁয়া দেখা গেছে। এ সময় শ্রমিক ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানা যায়, রাত ৯টায় হঠাৎ তুলা ভর্তি একটি কনটেইনার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কনটেইনার খুলে সেখানে কোনো আগুন দেখা যায়নি।
ফায়ার সার্ভিস কর্মীরা আরও জানায়, রাত ৯টায় চট্টগ্রামে বৃষ্টি পড়ছিল। এর আগে সারাদিন প্রচণ্ড গরম পড়েছে। বৃষ্টি পড়ার কারণে কনটেইনারের ভেতর থেকে ধোঁয়া দেখা গিয়েছিল।
এর আগে গত ৪ জুন রাত ৮টার দিকে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের ঘটনা ঘটে। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টায় এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। ওই বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন অন্তত দুই শতাধিক মানুষ। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।