হোমিওপ্যাথিক আইন পাশ করার দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ৬:৫৮:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লিখা ও উচ্চ শিক্ষার সুযোগসহ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২১ জাতীয় সংসদে পাশ করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ দেবব্রত বণিকের সভাপতিত্বে ও ডাঃ ইদ্রিছ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এড. ডাঃ ক্ষিতিশ রঞ্জন রায় বানু, ডাঃ রনধীর চন্দ, ডাঃ তারেক আহমদ, ডাঃ রেজাউল করিম, ডাঃ ছিদ্দিকুর রহমান, ডাঃ জয়মণি দাস, ডাঃ শহীদ মিয়া, ডাঃ বকুল সরকার প্রমুখ।