শাবির ক্যাফেটেরিয়ার বর্ধিত অংশের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ৭:৫৩:০৭ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ক্যাফেটেরিয়ার বর্ধিত অংশের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বর্তমানে অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ চলছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় কেন্দ্রিয় ক্যাফেটেরিয়ার বর্ধিত অংশ উদ্বোধন করা হলো। অল্প কিছুদিনের মধ্যে এই ক্যাফেটেরিয়ার ২য় তলা নির্মাণ কাজ শুরু হব্।
এ সময় অন্যান্যদের মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, স্কুল অব এপ্লাইড সায়েন্সেসের ডিন প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সাইয়েন্সেসের ডিন প্রফেসর ড. স্বপন কুমার সরকার, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর আমিনা পারভীন, প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল, আইআইসিটি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, পরিচালক (ভারপ্রাপ্ত), পরিকল্পনা ও উন্নয়ন এ কে এম ফেরদৌসসহ শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি