সুইস কন্ট্যাক্টের অ্যাডভান্সড ওয়েল্ডিং প্রশিক্ষণ পরিদর্শনে এনএসডিএ চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ৮:০৪:১২ অপরাহ্ন
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা ও শেভরণ বাংলাদেশের পরিচালক, কর্পোরেট অ্যাফেয়ার্স মোহাম্মদ ইমরুল কবির খুলনা শিপইয়ার্ড (কেএসওয়াই) এবং সুইস কন্ট্যাক্ট কর্তৃক বাস্তবায়িত প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন উন্নত ওয়েল্ডিং প্রশিক্ষণ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় দুলাল কৃষ্ণ সাহা ও শেভরনের কর্মকর্তারা খুলনা শিপইয়ার্ড আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এনএসডিএ এর নির্বাহী চেয়ারম্যান উত্তরণ এর আন্তর্জাতিক মানসম্মত অ্যাডভান্সড ওয়েল্ডিং প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত অবগত হন।
সম্প্রতি প্রথম ব্যাচের ২৪ জন প্রশিক্ষণার্থী আন্তর্জাতিক সার্টিফিকেশন অথোরিটি ব্যুরো ভেরিটাস (বিভি) থেকে সার্টিফিকেট পেয়েছে। ২৪ জনের মধ্যে তিনজন প্রশিক্ষণার্থী ফোরজি স্তরের সার্টিফিকেট পেয়েছেন।
দুলাল কৃষ্ণ সাহা বলেন, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে কিন্তু আমরা এখনও দক্ষ শ্রমশক্তির অভাব বোধ করছি। তরুণদের দক্ষ করে তুলতে পারলে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এমন উদ্যোগের জন্য আমি শেভরণ, সুইসকন্টাক্ট এবং খুলনা শিপইয়ার্ডকে ধন্যবাদ জানাতে চাই।
মোহাম্মদ ইমরুল কবির বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে, সুইস কন্ট্যাক্ট খুলনা শিপইয়ার্ডের সাথে একটি উন্নত ওয়েল্ডিং প্রশিক্ষণ কোর্স শুরু করেছে। আশা করি, এই পার্টনারশিপ তরুণদের দক্ষ হয়ে গড়ে উঠতে এবং কর্মক্ষেত্রে যোগ দিতে সাহায্য করবে।
খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক, কমডোর এম শামসুল আজিজ, (এল), এনজিপি, পিএসসি, বিএন, ক্যাপ্টেন আবুল কালাম আজাদ (ই), পিএসসি, বিএন, খুলনা শিপইয়ার্ড ক্যাম্পাস অতিথিদের ঘুরে দেখান। বিজ্ঞপ্তি