বিশ্বম্ভরপুর কৃষি অফিসের রোভিং সেমিনার
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ৮:৪৮:২৪ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি: বিশ্বম্ভরপুরে কৃষি আবহাওয়ায় তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উক্ত রোভিং সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া। রোভিং সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন।
সহযোগিতায় ছিলেন উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা সামছুল আলম বিধু, দিদারুল আলম ও মোঃ আল আমিন। সেমিনারে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি আবহাওয়ায় তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে উপজেলার ৫০ জন কৃষক কৃষানী অংশগ্রহণ করে।