জৈন্তার ১নং ওয়ার্ডের উপ-নিবার্চন আজ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ১২:৫৪:০৬ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উপ-নিবার্চন আজ বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫ জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা হলেন, মো: ফারুক আহমদ (আপেল), আব্দুল মতিন (মোরগ), মো: আব্দুল আজিজ (টিউবওয়েল), জামাল আহমদ (তালা) ও রাজু সিংহ (বিদ্যুতিক পাখা)। এই ওয়ার্ডের দু’টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৯ জন। পুরুষ ১ হাজার ৮৩জন, মহিলা ৯ শত ৯৬ জন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিবার্চনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ বলেন, নির্বাচনে ভোট গ্রহণ অবাধ সুষ্ট নিরপেক্ষ এবং শান্তিপুর্ণভাবে শেষ করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দু’টি ভোট কেন্দ্রে কয়েকস্তরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা রিটার্নিং অফিসার আবুল হাসনাত জানান, নির্বাচন সুষ্টভাবে শেষ করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।