বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার অভিষেক
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ৯:৩২:১৬ অপরাহ্ন
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন নিজেদের অর্থায়নে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। আগামী ২৫ জুন উদ্বোধনের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি মঙ্গলবার বিকেলে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি মো: সামছুল আলমের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম রাজু লস্কর, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো: ফেরদৌস খানের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. জাকির আহমদ। পবিত্র গীতা পাঠ করেন বিধুভূষণ চক্রবর্তী।
বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি এটিএম বদরুল ইসলাম, হেলেন আহমদ, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মো. মঈনুল ইসলাম, শহিদুর রহমান স্বপন, শফিউল আলম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ভানু লাল দাস, বিধুভূষণ চক্রবর্তী, শামিম আল মামুন, কোষাধ্যক্ষ মোজাম্মেল হোসেন মেনন, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, সহ-সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক শাহ জামাল আহমদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম টিপু সুলতান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রোকসানা পারভীন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহিদা বেগম, হোসেন মুরাদ চৌধুরী চেয়ারম্যান, মাফরুজা আক্তার মৌসুমী, মাধুরী গুন, মো. ছয়ফুল আলম আবুল, ছরওয়ার হোসেন ছেদু, মোহন লাল মৃদুল, দেওয়ান ফাহিম, হাবিবুল্লাহ জাবেদ, সোহেল আহমদ, সোহেল আহমদ চৌধুরী, তৈয়বুর রহমান শাহিন, গোলাম কবির শামিম, মো. বাবলু মিয়া, রজত দাস ভুলন, হানিফ মোহাম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি