আজ আষাঢ়ের প্রথম দিন: অতি ভারী বৃষ্টিপাতের আভাস
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ৩:৫০:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ ১ আষাঢ়, বর্ষার প্রথম দিন। কবির ভাষায়-‘আষাঢ়স্য প্রথম দিবস’। এ মাসের মধ্য দিয়েই বাংলার প্রকৃতিতে আনুষ্ঠানিক সূচনা হয় বর্ষার। কিন্তু এবার ঘটেছে এর ব্যতিক্রম। বর্ষা শুরুর আগেই বর্ষার রূপ দেখেছে মানুষ। বৈশাখের শুরু থেকেই সিলেটে চলছে বৃষ্টির রাজত্ব। জৈষ্ঠ্যের ৩য় সপ্তাহে কয়েকদিন বৃষ্টি বিরতি বিরতি নিলেও শেষ সপ্তাহ থেকে চলছে টানা বর্ষণ। এতে ফের ডুবছে সিলেট-সুনামগঞ্জের বিস্তৃর্ণ এলাকা।
আবহাওয়া অধিদফতর মঙ্গলবার জানিয়েছে, সিলেটসহ দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের বাড়তি অংশ বিহারের দক্ষিণ অংশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।