কাল থেকে ফের টিসিবির পণ্য বিক্রি শুরু
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ১২:৩০:১৯ অপরাহ্ন
সিলেট বিভাগে বিক্রি করবে ২১৫ ডিলার
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি দামে ফের সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ১৫ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে এই চিনি সংগ্রহ করতে ব্যয় হবে ১২৩ কোটি ৫ লাখ ৭৫ হাজার টাকা।
টিসিবি সিলেট আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, এবার সিলেট বিভাগে ২১৫ টি ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। গাড়ীর বদলে ফ্যামিলি কার্ড থাকা সাপেক্ষে ডিলারদের দোকান থেকে নির্দিষ্ট পণ্য ক্রয় করা যাবে। এছাড়া সিলেট জেলা ও মহানগর এলাকায় ৯৬ টি ডিলার তাদের দোকান থেকে পণ্যবিক্রি করতে পারবেন। ফ্যামিলি কার্ড অনুযায়ী টিসিবির পণ্য বিক্রি করা হবে। স্ব স্ব এলাকায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এলাকাভিত্তিক সময় নির্ধারণ করা হবে।
টিসিবি সিলেটের আঞ্চলিক কর্মকর্তা ইসমাইল মজুমদার দৈনিক জালালাবাদকে বলেন, ১৬ জুন থেকে সারাদেশের ন্যায় সিলেটেও টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি চলছে। এবারও ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবির পণ্য বিক্রি করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে ১৮ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি চিনি ও সয়াবিন তেল সংগ্রহের কাজ চলছে। রাষ্ট্রীয় সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ভর্তুকি দামে এইসব পণ্য ঈদের আগেই বিতরণ করা হবে।
জেলা প্রশাসক কার্যালয় সিলেটের সহকারী কমিশনার (ব্যবসা ও বাণিজ্য) আহসানুল আলম দৈনিক জালালাবাদকে বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। একজন গ্রাহক ২ কেজি ডাল, ১ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল সংগ্রহ করতে পারবেন। এবারও পূর্বের ন্যায় ২ কেজি ডাল ১২০ টাকা, ১ কেজি চিনি ৫৫ টাকা ও ২ লিটার সয়াবিন তেল ২২০ টাকা দামে বিক্রি হবে।