ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ৯:৫৫:৪৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দেশে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ঊর্ধ্বমুখী সংক্রমণে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ফের দেড়শ ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে সোমবার ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সংক্রমণ বাড়লেও এসময় করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই রয়েছে। আর করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জনে।
এছাড়া একই সময়ে নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৫৬০ জনের। এর মধ্যে পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৫২টি নমুনা। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪১ লাখ ৯৩ হাজার ১৪টি।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার সংক্রমণের হার গত মাসেও যেখানে এক শতাংশের নিচে ছিল, সেটি বর্তমানে দুই শতাংশে উঠে গেছে। সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে, আবারও হাসপাতালগুলো রোগীতে পূর্ণ হয় আসবে, জায়গা হবে না।’