খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ৭:২৯:৩০ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে সিলেট জেলা শ্রমিক দলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর হযরত শাহজালাল মাজার প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি মো. সুরমান আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, গোয়াইনঘাট উপজেলার সাবেক সভাপতি ওসমান গনি, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম মখর, শ্রমিক দলের সহ-সভাপতি ফরিদ আহমদ, মাসুক এলাহী, মুকিদ মিয়া, বাচ্চু মিয়া, জুমেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল ইসলাম ফয়সাল, শ্রমিক নেতা শেখ রাসেল, প্রচার সম্পাদক মো. ইলিয়াছ মিয়া, মদরিছ মিয়া, মো. হেলাল মিয়া, হাবিবুর রহমান রাসেল, সাহেদ আহমদ, টিটু খান, আবুল কালাম, তরিকুল ইসলাম, সাহেদ আহমদ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, মো. ইউনুস মিয়া, লিটন মিয়া, মো. নুরুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি