কুলাউড়া থানায় নবাগত ওসি’র যোগদান
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ৮:১৪:২৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া থানায় নবাগত ওসি মোঃ আব্দুছ ছালেক যোগদান করেছেন। বুধবার বিকেলে কুলাউড়া থানার বিদায়ী ওসি বিনয় ভূষণ রায় এর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
হবিগঞ্জ জেলা সদরের অধিবাসী মোঃ আব্দুছ ছালেক শিক্ষাজীবন শেষ করে ২০০০ সালে পুলিশে যোগদান করেন। পরে তিনি চাকুরীজীবনে বিভিন্ন সময়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ এবং মৌলভীবাজার জেলার সদর থানা ও শ্রীমঙ্গল থানায় অফিসার্স ইনচার্জ (ওসি) পদে দায়িত্ব পালন করেন।
পরে তিনি বদলী হয়ে বুধবার কুলাউড়া থানায় ওসি পদে যোগদান করেছেন। নবাগত ওসি কুলাউড়ায় সুনামের সাথে তার দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।