জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ৮:১৮:১৩ অপরাহ্ন
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি) এর এসএসসি-২০২২ পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রবেশপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি।
সহকারী শিক্ষক শবনম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. আতাউর রহমান। এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর সিনিয়র শিক্ষক মো. মোজাম্মিল হোসেন। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বৃষ্টি দেব ও লাবিব ইসলাম জয় ।
উল্লেখ্য, জেসিপিএসসি থেকে ২০২২ সালে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে ১৭৮ জন, ইংরেজি মাধ্যমে ৬২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০ জনসহ সর্বমোট ২৯০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন উপাধ্যক্ষ মো: আবদুল হান্নান এবং অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মো. সিরাজুল আমীন চৌধুরী। বিজ্ঞপ্তি