সাওল হার্ট সেমিনার ও ফ্রি চিকিৎসা পরামর্শ প্রদান
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ৮:২৬:৪৮ অপরাহ্ন
বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়াবহ রোগ হার্ট ব্লকেজের কারণে, হার্ট অ্যাটাকে প্রতিবছর বিশ্বের প্রায় ৩ কোটি মানুষ মারা যায়। তাছাড়া বাংলাদেশের ত্রিশোর্ধ ৫০ ভাগ মানুষ হৃদরোগের ঝুঁকির মধ্যে আছেন। হার্ট অ্যাট্যাকের অধিকাংশ রোগি হাসপাতালে নেয়ার আগেই মারা যায়।
মঙ্গলবার সকাল ১১ টায় সাওল হার্ট সেন্টার (বিডি) লি. ও নিউ লাইফ মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত বিনা রিং বিনা অপারেশনে হৃদরোগ রোগ প্রতিকার ও প্রতিরোধ শীর্ষক সেমিনারে এ সব তথ্য উপাস্থাপন করা হয়।
বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল হাবিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে সাওল হার্ট সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডাঃ ফারহান আহমেদ ইমন প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। এছাড়া আরও বক্তব্য রাখেন শহিদুল ইসলাম চৌধুরী, ডাঃ শাহ আলম প্রমুখ। পরে ভারতের হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড়ের একটি ভিডিও প্রদর্শন করা হয়। সেমিনার শেষে হৃদরোগীদের ফ্রি চিকিৎসা পরামর্শ দেয়া হয়। বিজ্ঞপ্তি