গোলাপগঞ্জে নৌকা প্রার্থীর জয়
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ৮:৫৯:০৬ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মনজুর কাদির শাফি (এলিম চৌধুরী) বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪৯৯২০,প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিক উদ্দীন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৮৩৫ ভোট।
গোলাপগঞ্জে মোট ভোটার হচ্ছেন ২ লক্ষ ৪০ হাজার ১শ জন। মোট বাতিল ভোট ৯০২টি। উল্লেখ্য যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে এ পদ শুন্য হলে গতকাল উপ নির্বচন অনুষ্ঠিত হয়। এতে তার ছোট ভাই এলিম চৌধুরী বিজয়ী হন।