জকিগঞ্জের দুই ইউপিতে আ’লীগ বিদ্রোহী রফিক ও আশরাফুল জয়ী
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ১১:১২:১৬ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জে উচ্চ আদালতের নির্দেশে বাতিলকৃত সুলতানপুর ইউপির নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম বিজয়ী হয়েছে।
কেন্দ্রভিত্তিক অসমর্থিত তথ্যমতে সুলতানপুর ইউপিতে ৪ হাজার ৬৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়ছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী একল ৩ হাজার ৩৭৩ ভোট পেয়েছেন।
স্থগিত হওয়া কাজলসার ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ বিদ্রোহী ছাত্রলীগ নেতা আশরাফুল আম্বিয়া বিজয়ী হয়েছেন।
কেন্দ্রভিত্তিক অসমর্থিত প্রাথমিক তথ্যমতে ৩ হাজার ৭৭৬ ভোট পেয়ে বিএনপি নেতাকে পরাজিত করেন তিনি। তাঁর নিকটতম প্রার্থী বিএনপি নেতা চেরাগ আলী ২হাজার ৮৭৭ ভোট ও নৌকার প্রার্থী জুলকারনাইন লস্কর ২ হাজার ১৭৬ ভোট পেয়েছেন।