চেম্বারে বিদেশফেরত কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২২, ৭:৩৭:৫৮ অপরাহ্ন
চেম্বার কার্যালয়ে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে ‘এন্ট্রিপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট ট্রেইনিং ফর দি মাইগ্র্যান্ট ওয়ার্কার্স’ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের রপ্তানিকারক ফারুক আলমগীর।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য। প্রশিক্ষণ গ্রহণ করে পরিকল্পিতভাবে কোন ব্যবসার উদ্যোগ গ্রহণ করলে তা অবশ্যই লাভজনক হবে। ২ দিনব্যাপী এ কর্মশালা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশ ফেরত কর্মীরা লাভবান হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল আসিফ আইয়ুব বলেন, বিদেশ ফেরত কর্মীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে তারা যেমন স্বাবলম্বী হবেন তেমনি দেশের অর্থনীতিও দ্রæত গতিতে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের রপ্তানিকারক ফারুক আলমগীর, বিইএফ এর মাস্টার ট্রেইনার জোহা জামিলুর রহমান, আইএলও এর মাইগ্রেশন কনসালটেন্ট মোঃ নুরুজ্জামান, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নুরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল, এক্সিকিউটিভ অফিসার (এমআরসি) মোঃ শাহ আলম রাফি এবং প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী। বিজ্ঞপ্তি