গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জামায়াতের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২২, ৭:৪০:০৭ অপরাহ্ন
২য় দফা বন্যায় নতুন করে প্লাবিত গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শ‚রা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং সিলেট উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার দিনভর জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়ন, ২ নং জৈন্তাপুর ইউনিয়নের লামনিগ্রাম, খাড়ুবিল, বাউরভাগ, চাতলারপাড়, ডুলটিরপার এবং গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাওঁ ইউনিয়নের আনন্দ বাজার, বুধিগাওসহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করে বন্যাক্রান্ত মানুষের খোঁজ খবর নেন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা নাজমুল ইসলাম, সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া, জেলা ছাত্রশিবির নেতা নাজমুল ইসলাম, মহসিন আলমাছ, নুরুল ইসলাম প্রম‚খ। বিজ্ঞপ্তি