এলিম চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নর্থ ইস্ট ইউনিভার্সিটির অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২২, ৭:৪১:০৭ অপরাহ্ন
শিক্ষানুরাগী সমাজসেবক ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলীম গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোহাম্মদ আফজল মিয়া, উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের প্রতি শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলীম-এর নেতৃত্বে গোলাগগঞ্জ উপজেলার সমৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। তাঁরা নব-নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলীম-এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। বিজ্ঞপ্তি