ফেঞ্চুগঞ্জে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২২, ৭:৪২:১২ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম বলেছেন, প্রশিক্ষণ থেকে শিখে অন্যকে শেখাতে হবে। কোথাও এক ইঞ্চি পরিমাণ ভ‚মি পতিত রাখা যাবে না। পতিত ভ‚মিকে চাষাবাদযোগ্য করে দেশের খাদ্য ঘাটতি পূরণ করতে হবে।
১৪ ও ১৫ জুন ফেঞ্চুগঞ্জ কৃষি বিভাগের উদ্যোগ দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীনের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষক নানু মিয়া। উপ-সহকারী কৃষি অফিসার মুহিবুর রহমান ইরানের সঞ্চালনায় প্রশিক্ষণে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সুমন্ত রুদ্র পাল। প্রশিক্ষণে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩২ জন কৃষক মালটা ও লিচু চাষের উপরে প্রশিক্ষণ গ্রহণ করেন।