দোয়ারায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সভা
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২২, ৭:৪৬:১৮ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা প্রশাসন এর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, মসজিদের ইমামসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমাজের সর্বস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।