মাদরাসা শিক্ষাই জাতিকে সুনাগরিক উপহার দিতে কাজ করেছে – প্রফেসর আবুল কালাম আজাদ
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২২, ৭:৪৬:৩৫ অপরাহ্ন
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. আবুল কালাম আজাদ বলেছেন, আজকের মাদ্রাসা শিক্ষা ম‚লতঃ কলকাতা আলিয়া মাদরাসার সন্তান। এ শিক্ষা ব্যবস্থা জাতিকে যোগ্য, দক্ষ ও সুনাগরিক তৈরীতে কাজ করছে। একটি উন্নত ও প্রাগ্রসর জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় এ জাতীয় নাগরিকই ম‚ল সম্পদ। আর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এই মাদরাসা শিক্ষার্থীদের আরবি ভাষা ও ইসলামী জ্ঞানে পারদর্শী করে তুলতে চায়। এ লক্ষ্য অর্জনে মাদরাসাগুলোতে আরবি ও দ্বীনি জ্ঞানের চর্চা বাড়াতে হবে।
প্রফেসর ড. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার নগরীর পাঠানটুলাস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসায় তার সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জামেয়ার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন আলেমে দ্বীন মাওলানা ইসহাক আল মাদানী, জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, উসমানীনগরের শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, জামেয়ার সহকারী অধ্যাপক মাওলানা কমর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি কামিল শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে “সৈয়দা মেহের বানু চৌধুরীকে মেধা বৃত্তি’র টাকা বিতরণ করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জামেয়ার মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ। বিজ্ঞপ্তি