কানাইঘাটে বিএনপি নেতাকর্মীদের উপর মামলায় জেলা বিএনপির নিন্দা
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২২, ৬:৪৯:০৫ অপরাহ্ন
গত ১৩ জুন সিলেটের কানাইঘাটে বিএনপির শান্তিপ‚র্ণ মিছিলে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়‚ম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রতিরোধের মুখে আওয়ামীলীগের সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর প্রশাসনের ছত্রছায়ায় তারা আবারো সঙ্গবদ্ধ হয়ে এসে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় ভাংচুর, অফিসে আগুন লাগানো, লুটপাটসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছে যা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। উপরন্তু প্রশাসন বিএনপির দায়েরকৃত মামলা না নিয়ে ক্ষমতাসীন দলের মামলাতে প্রায় শতাধিক নেতাকর্মীকে আসামী করেছে। এই মামলায় সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন সাধারণ সম্পাদক শরীফুল হক, পৌর বিএনপির সভাপতি ন‚রুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ প্রায় ৬১ জন নেতা কর্মীদের আসামী করা হয়েছে। যা অত্যন্ত নজিরবিহীন।
নেতৃবৃন্দ অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজজামান খসরুসহ প্রায় ৭/৮ জন নেতা কর্মীর উপর হামলাকারী এবং বিএনপির অফিস ভাংচুর ও লুটপাটকারী আওয়ামীলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তম‚লক শাস্তিদানের জোর দাবী জানাচ্ছি। বিজ্ঞপ্তি