খাজামহল আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২২, ৬:৫১:১৬ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশের দুর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের খোঁজ খবর নিছেন। তার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি।
এমপি হাবিব শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে তেতলী উত্তরপাড়ায় খাজামহল আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের কান্ট্রি কমিটির সভাপতি আলী নেওয়াজ আজিজ এর সভাপতিত্বে ও তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানার পরিচালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সদস্য আতিকুর রহমান, সমাজসেবক শাহ আলম, সিলেট কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, দক্ষিণ সুরমা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের সদস্য কয়েছ আহমদ।
উপস্থিত ছিলেন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক সানু আহমদ, তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ট্রাস্ট সদস্য জয়নাল আবেদ্বীন ইমন প্রমুখ। ট্রাস্টের পক্ষ থেকে ২ শতাধিক অসহায় বন্যার্তদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি