গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২২, ৮:০৩:৫১ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মধ্যে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে লুটন এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় সাতবাঁক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বন্যার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল সহ নানা প্রকার খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী লেখক ও সাংবাদিক সৈয়দ মাহবুব আলম।
সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীমের সভাপতিত্বে ও ইউপি সদস্য হারিছ নোমানীর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাতবাঁক ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নুর, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি সাবেক ইউপি সদস্য মাও. ছাব্বির আহমদ, সাতবাঁক ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বুলবুল। উপস্থিত ছিলেন ফোকাস কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, সাংবাদিক সারোয়ার হোসেন সৌরভ সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।