নগরীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে জামায়াত
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২২, ৮:১৩:২৭ অপরাহ্ন
বংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নগরী থেকে শুরু করে সিলেট ও সুনামগঞ্জ জেলাজুড়ে লাখো লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের ঘরবাড়ী আসবাবপত্র পানির স্রোতে ভেসে গেছে। ১ মাসের ব্যবধানে ২য় দফা উপুর্যপুরী বন্যায় মানুষের দুঃখ-কষ্টের সীমা নেই। কঠিন এই পরিস্থিতিতে যার যা কিছু আছে তা নিয়ে সাধ্যমত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে হবে। সিলেটে বন্যার মানবিক বিপর্যয় ঠেকাতে সরকারসহ সমাজসেবী সংস্থা ও বিত্তবান সবাইকে এগিয়ে আসত হবে।
তিনি শুক্রবার দিনভর নগরীর বন্যা কবলিত বিভিন্ন এলাকা পর্যবেক্ষণকালে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি নগরীর বন্যাকবলিত শিবগঞ্জ, উপশহর, সোবহানীঘাট, যতরপুর, কুয়ারপাড়, শেখঘাট, আখালীয়া ও টুকেরবাজারসহ বিভিন্ন এলাকায় গিয়ে পানিবন্দি মানুষের খোঁজ খবর নেন ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, আনোয়ার আলী, সমাজসেবী আব্দুল কাদির, জামায়াত নেতা পারভেজ আহমদ, হামিদ বখত মুহিন, আহমদ আল মাসুদ, আবু হাসান, ওমর ফারুক ইমন প্রমূখ। বিজ্ঞপ্তি