৮ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২২, ৮:২৩:৩৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি পূর্বাভাস দিয়েছে।
শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারিভাবে ভারী থেকে খুব ভারী বর্ষণ হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে প‚বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে বিএমডি।