ভারতে ভোজ্য তেলের দাম ১৫ টাকা কমছে
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২২, ১০:০৬:১০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ভারতে সূর্যমুখী তেল, সয়াবিন তেল, সর্ষে তেল এবং পাম তেলের এমআরপি (ম্যাক্সিমাম রিটেল প্রাইস) ১৫ টাকা পর্যন্ত কমাচ্ছে একাধিক ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থা।
বিভিন্ন স‚ত্রের বরাতে হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করে বলেছেঃ আন্তর্জাতিক বাজারে পড়েছে ভোজ্য তেলের দাম। পাম তেলের রফতানিতে ইন্দোনেশিয়া যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেটাও উঠে গেছে। সেই সাথে কয়েকটি ক্ষেত্রে শুল্ক কমিয়েছে (ভারতের) কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে স‚র্যমুখী তেল, সয়াবিন তেল, সর্ষের তেল এবং পাম তেলের দাম কমানোর পথে হাঁটতে চলেছে ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থাগুলো।
ভারতীয় ভোজ্য তেল প্রস্তুতকারক অ্যাসোসিয়েশন সূত্রে খবর, এক কিলোগ্রাম স‚র্যমুখী তেলের দাম ১৫ টাকা, পাম দাম আট টাকা এবং সয়াবিন তেলের দাম ছয় টাকার মতো কমেছে।
জানা গেছে, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি কেমন হয়, সেটির উপর নির্ভর করে পরবর্তীতে নতুন দামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।