কানাইঘাটে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২২, ৮:৩৯:১২ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি : দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রæপের উদ্যোগে কানাইঘাট উপজেলার ২ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কানাইঘাট প্রেসক্লাব। শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে ২ শতাধিক বন্যার্ত পরিবারকে বসুন্ধরার পক্ষ থেকে প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম।
এ সময় ক্লাব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, সদস্য জয়নাল আবেদীন, হাফিজ আহমদ সুজন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, সরকারের পাশাপাশি কানাইঘাটের বন্যার্ত মানুষের পাশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। বসুন্ধরা গ্রæপের পক্ষ থেকে কানাইঘাট প্রেসক্লাবের মাধ্যমে ২শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করায় তিনি বসুন্ধরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।