মির্জাজাঙ্গালে কামরান পরিবারের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২২, ৮:৪১:২০ অপরাহ্ন
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সহসাই আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জান মাল রক্ষা ও খাবার পৌঁছে দিতে সেনাবাহিনী মোতায়েন, পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করছেন।
রোববার সকালে ১১টায় সাবেক মেয়র মরহুম কামরান পরিবারের পক্ষ থেকে নগরীর মির্জাজাঙ্গালস্থ আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত মানুষের জন্য শুকনো খাবার বিতরণের সময় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সান্তনু দত্ত সনতু, সাবেক পৌর কমিশনার আওয়ামী লীগ নেতা চন্দন রায়, প্রতাপ বাবু, জয় দেব, জামিল হোসাইন, আবি আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি