গণদাবী ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২২, ৮:৪৩:৪৯ অপরাহ্ন
সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা রোববার দুপুরে নগরীর সুরমা ম্যানশন ৩য় তলাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে সভায় সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বলা হয় কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে সিলেট বিভাগে বন্যা স্মরণকালের ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষের দুর্ভোগ, দুর্দশা ও ক্ষয়ক্ষতি ধারণাতীত। এই অবস্থায় বন্যায় কবলিত সিলেট বিভাগকে দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরী ভিত্তিতে উদ্ধার করে আশ্রয়ের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
সভায় বলা হয়, বার বার প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত সিলেট বিভাগে কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে অধিকাংশ এলাকা পুনরায় প্লাবিত হওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ-দুর্দশা দেখা দিয়েছে। বন্যা উপদ্রæত এলাকায় মানুষ ও পশু খাদ্যের সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। জ্বালানী, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধের অভাব, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট ও বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত। এহেন অবস্থা নিরসণে জরুরী ভিত্তিতে বন্যা উপদ্রæত এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ বৃদ্ধি, বিনামূল্যে বিশুদ্ধ পানি, শুকনা খাবার, ঔষধপত্র প্রদান এবং পর্যাপ্ত মেডিকেল টিম গঠন করে বন্যা উপদ্রæত এলাকায় বিভিন্ন রোগে আক্রান্ত লোকজনকে চিকিৎসা প্রদান, ক্ষতিগ্রস্ত লোকজন সহ সুবিধা বঞ্চিত লোকদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করার দাবী জানানো হয়।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, সাবেক মেম্বার ইর্শাদ আলী, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমীদ, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, এম.এ জলিল, শওকত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি