বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জেলা বিএনপির ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২২, ৯:১২:৩৬ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মাত্র ১ মাসের মধ্যেই দ্বিতীয় দফা ভয়াবহ বন্যায় প্লাবিত হলো সিলেট অঞ্চল। এই বন্যার শুরু থেকেই বানভাসী মানুষদের উদ্ধার করতে এবং ত্রাণ সহায়তা নিতে সরকার সম্প‚র্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা আজ সদর দক্ষিণ উপজেলার বিভিন্না এলাকায় ঘুরেছি, এসব এসব এলাকায় সরকারের উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ চোখে পড়েনি। বরং বন্যাদুর্গত এলাকার সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা নিজ উদ্যোগে পানিবন্দি মানুষদের উদ্ধার করছে এবং সামর্থ অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
রোববার তেতলী, কামালবাজার, সিলাম ইউপির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় তিন হাজার মানুষের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিন‚র আহমদ, অলিউর রহমান চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা মাহবুব আলম, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন পান্না, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম তোরন, পাবেল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বী, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, যুবদল নেতা রাসেল হোসেন, মোঃ আব্বাস, ছাত্রদল নেতা আজমল হোসেন অপু প্রমুখ। বিজ্ঞপ্তি