বাসদের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২২, ৯:২২:২৮ অপরাহ্ন
স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত সিলেটের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৩য় দিনের মতো সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
রোববার সিলেট নগরীর মির্জাজাঙ্গাল মন্দির স্কুল, শেখঘাট ময়মোননেছা স্কুল, কানিশাল, বেতের বাজার ইউসেফ স্কুল ও টিলাগড়ের আশ্রয় কেন্দ্রে রান্না করা খিচুড়ী ও পোলাও বিতরণ করা হয়।
বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেটের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গত ১৭ জুন থেকে রান্না করা খিচুড়ী ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
খাদ্য বিতরণকালে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করছি। আপনারা সবাই এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখবেন প্রত্যাশা করছি।
খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক নেতা মন্জু আহমদ, হারুন মিয়া, শুকুর আলী, মানিক মিয়া, ইউসুফ আলী, উজ্জল আহমদ। বিজ্ঞপ্তি