বন্যার্তদের সহায়তায় জালালাবাদ এসোসিয়েশনের জরুরী সভা
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ১২:৪০:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
১৯ জুন সন্ধ্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাকবলিত মানুষের সহায়তার জন্য ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন এক জরুরী সভায় মিলিত হয়। সভায় বর্তমান নির্বাহী কমিটির সদস্যগণ ছাড়াও নবনির্বাচিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেল ।
ড. এ কে আবদুল মুবিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জালাল আহমেদ, সৈয়দ জগলুল পাশা, এড.জসিম উদ্দিন , আকবর হোসেন মঞ্জু, আবদুল মজিদ চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী, এহছানে এলাহি, সৈয়দ মুশতাক, এডভোকেট তবারক হোসেন, কাদির মাহমুদ, ফাহিমা চৌধুরী মণি, ইশতিয়াক চৌধুরী, ডা.কামরুল ইসলাম তরফদার ব্যারিস্টার ফয়েজ, ব্যারিস্টার সীমা করিম, টিএইচ জাহাংগীর ও ফজলে রাব্বি স্মরণসহ প্রমুখ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে অনতিবিলম্বে বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
আকবর হোসেন মঞ্জু, আবদুল মজিদ চৌধুরী, ফাহিমা চৌধুরী মনি, টি এইচ এম জাহাঙ্গীর ও ফজলে রাব্বি স্মরণের নেতৃত্বে দুটি টিম প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে আগামী কাল সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশ্য রওয়ানা হবেন এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।
জালালাবাদ এসোসিয়েশনের নিজস্ব তহবিল ছাড়াও দেশে- বিদেশে অবস্থানকারী বিত্তবান সিলেটী ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সহায়তা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।